এক নজরে কাঞ্চনাবাদ ইউনিয়ন


মাহমুদুল হক
স্টাপ করোসপনডেন্ট, সিভয়েস২৪



ইতিহাস: চন্দনাইশ উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ কাঞ্চনাবাদ ইউনিয়ন। পটিয়া উপজেলার ১৭নং খরনা ইউনিয়ন থেকে ১৯৭৩ সালে ভাগ হয়ে ১৭নং (ক) কাঞ্চনাবাদ ইউনিয়ন গঠিত হয়। পরবর্তীতে এ ইউনিয়ন চন্দনাইশ উপজেলায় অন্তর্ভুক্ত হয়ে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন হয়।

নামকরণ: কাঞ্চনাবাদ ইউনিয়নে ৫টি গ্রাম রয়েছে। যথাক্রমে: কাঞ্চননগর, মুরাদাবাদ, পূর্ব এলাহাবাদ, পশ্চিম এলাহাবাদ ও ৪১নং লট এলাহাবাদ। কাঞ্চননগর গ্রামের প্রথম অংশ কাঞ্চন এবং মুরাদাবাদ, এলাহাবাদ শেষ অংশ আবাদ নিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের নামকরণ করা হয়।

অবস্থান: চন্দনাইশ উপজেলার উত্তরাংশে কাঞ্চনাবাদ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ধোপাছড়ি ইউনিয়ন ও হাশিমপুর ইউনিয়ন; দক্ষিণে হাশিমপুর ইউনিয়ন, জোয়ারা ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভা, পশ্চিমে জোয়ারা ইউনিয়ন, পটিয়া উপজেলার শোভনদ-ী ইউনিয়ন ও খরনা ইউনিয়ন এবং উত্তরে পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন ও কচুয়াই ইউনিয়ন অবস্থিত।

আয়তন ও জনসংখ্যা: কাঞ্চনাবাদ ইউনিয়নের আয়তন ৫৬৯১ একর (২৩.০৩ বর্গ কিলোমিটার) ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কাঞ্চনাবাদ ইউনিয়নের লোকসংখ্যা ২৪,৭০১ জন। এর মধ্যে পুরুষ ১৩,০৬০ জন এবং মহিলা ১১,৬৪১ জন।

প্রশাসনিক অবকাঠামো: কাঞ্চনাবাদ ইউনিয়ন চন্দনাইশ উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল: কাঞ্চননগর, ৪১নং লট এলাহাবাদ, মুরাদাবাদ, পশ্চিম এলাহাবাদ, পূর্ব এলাহাবাদ, পাটা জোড়া।
শিক্ষা: কাঞ্চনাবাদ ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৪.৫১%। এ ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয়, ১টি মেডিকেল কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে




  • বিশ্ববিদ্যালয়: বেগম গুলচেমন আরা ট্রাস্ট ইউনিভার্সিটি
  • মেডিকেল কলেজ: বেগম গুলচেমনারা ট্রাস্ট মেডিকেল কলেজ
  • স্কুল এন্ড কলেজ: বেগম গুলচেমনারা একাডেমী স্কুল এন্ড কলেজ
  • মাদ্রাসা:     ১. পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাস                                                                 2.  জাহাঁগিরিয়া সুফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  • মাধ্যমিক বিদ্যালয়: কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • প্রাথমিক বিদ্যালয়: 
১. উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. উত্তর মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. দক্ষিণ কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬. পূর্ব এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. মধ্য কাঞ্চননগর হাজী আলী আহাম্মদ খলিলুর তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮. মধ্যম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. মধ্যম জোয়ারা শহীদ চিত্তরঞ্জন সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০. মধ্যম মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা: কাঞ্চনাবাদ ইউনিযয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরণের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রেলপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ (কাঞ্চননগর স্টেশন)
ধর্মীয় প্রতিষ্ঠান: কাঞ্চনাবাদ ইউনিয়নে ৪৮টি মসজিদ, ৫টি ঈদগাহ, ৪টি মন্দির ও ১টি প্যাগোডা রয়েছে।
খাল ও নদী: কাঞ্চনাবাদ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সোনাইছড়ি খাল এবং গুইল্দাছড়ি খাল
হাট/বাজার : কাঞ্চনাবাদ ইউনিয়নের প্রধান হাট/বাজার হল রওশনহাট। এছাড়াও রয়েছে বদল ফকির হাট বাজার।

বিখ্যাত ফল: পেয়ারা

দর্শনীয় স্থান:
১. এলাহাবাদ চা বাগান
২. বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি
৩. কাঞ্চননগর পাহাড়।
৪. ইটভাটা

কৃতি ব্যক্তিত্ব: 

১. আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী: সংসদ সদস্য ও প্যানেল স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ এবং সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি।
২. ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন চৌধুরী: প্রাক্তন সংসদ সদস্য
৩. আবদুর রহিম বাদশা: সাবেক ভাইস চেয়ারম্যান।
৪. মোহাম্মদ জাফর: প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
৫. আলহাজ্ব আব্দুর শুক্কুর: সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
৬. মোহাম্মদ মুজিবুর রহমান: বর্তমান চেয়ারম্যান
৭. এডভোকেট শহীদুল ইসলাম: জজ কোর্ট, চট্টগ্রাম।
৮. এডভোকেট আবদুল হান্নান
৯. এডভোকেট রফিক আহমদ
১০. ডাঃ ওয়াজেদ চৌধুরী

Comments

Post a Comment

Popular posts from this blog

আর্জেন্টিনার_ইতিহাস (History Of Argentina)

প্রতারণার অষ্ট ধাতুর আংটি!! হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।