প্রসঙ্গ:- কাউন্সিলর একরাম হত্যা।

খুব বেশি কিছু লিখার সাহস হয়না।
মাননীয় নেত্রীর মাদক বিরোধী গৃহিত এই সিদ্ধান্ত কে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে নিহত প্রতিটা মাদক ব্যবসায়ীর পরিবারের প্রতি রইলো সমবেদনা।

আব্বু তুমি কান্না করতেছ যে?????? দাগ কেটে আছে বুকে। ও আল্লাহ!!!!!! আমার স্বামী কিছু করে নাই যে!!!! দাগ কেটে আছে এখনো কথাগুলো। নিঃসন্দেহে এ
তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে- সবাই বলছেন।।চলমান মাদকবিরোধী অভিযান পুরোটাই পরিকল্পিত আপনি অই একটাকেই কেন পরিকল্পিত বলবেন???? একবার ও কি চিন্তা করে দেখেছেন। না আমরা কেউই সেটা চিন্তা করিনি। এটা চিন্তা করছি কারণ একটা করুণ আর্তনাদ এর অডিও ভাইরাল হয়েছে যা সবার মনেই দাগ কেটেছে।। কিন্তু আমরা কি একবার ও এটা জাজ করতে চেয়েছি যে হাজার হাজার তরুন তরুণীর পরিবারের আর্তনাদ কতটাই করুণ ছিল???????
না, আমরা করিনি। কারণ সেগুলো ভাইরাল হয়নি। আমি বলছিনা একরাম দোষী বা নির্দোষ। জাস্ট অতীত বলে দেয় সে মাদক ব্যবসায়ী ছিল। আমার বাবা যতই খারাপ হোক সে আমার রাজ্যের রাজা। ছেলে মেয়েরা কখনোই এটাকে মেনে নিতে পারবেনা।। কখনোই না।
টা হত্যা। আমিও জানি আপ্নিও জানেন দেশের প্রতিটা মানুষ জানে কথিত এই বন্ধুকযুদ্ধ আসলে বন্ধুকযুদ্ধ না।।জাস্ট ফায়ার।।

গতকাল কে আর্তনাদ টা শুনে একজনকে বলেছিলাম, জাস্ট ইমাজিন দ্যাট সেইম প্লেইস এ আমি আছি-কি করবে????? বাক্যটা পূর্ণ করার আগেই বলেছিল জাস্ট স্টপ ইট প্লিজ।

একজন স্ত্রীর কাছে তার স্বামীই সব স্বর্গীয় ভালবাসার স্থান। কেউ কখনো এটা মেনে নিতে পারবেনা। কিন্তু আমরা কখনোই তাদের খোজ নেইনি যারা মাদকের কাছে হার মেনে হারাতে হয়েছে নিজের স্বামীকে।। দিনের পর দিন মার খেয়ে খুড়িয়েছে মাদকে আসক্ত স্বামীর হাতে। ত্রিপুরা মেয়ে দুটোর মা বাবার কথা চিন্তা করেছি একবার????? যৌন নির্যাতনের স্বীকার শিশুগুলোর কথা আজ ভাবি তো কাল ভুলে যায়।।।। কখনো ভাবিনি তাদের কথা। কখনোই না। খোজ নিয়ে দেখুন সমাজের প্রতিটা বিচ্ছিন্ন ঘটনার পিছনে মাদকের আস্তানা। কিশোর অপরাধ বাড়ছে, ছিনতাই বাড়ছে-- পথে ঘাটে চলাফেরা করা দায়।। একবার খোজ নিন প্রতিটাই মাদকে আসক্ত।।।।

জাস্ট একটা কিছু ভাইরাল হলো সেটা নিয়েয় ইবেন্ট খুলে বসলাম। মানবাধিকার কর্মীরা তো উটে পড়েই লেগেছেন মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এসব বিচারবহির্ভূত হত্যায়। ভাই সাগর রুনি হত্যা, নারায়ণগঞ্জ ট্রাজেডি, রানা প্লাজা, ব্লা ব্লা ব্লা-----কইটার বিচারের জন্যে আপনারা কথা বলেছিলেন??????? কইটা বিচারের জন্যে ইভেন্ট খুলেছিলেন??????????????

অডিও তে শোনা যাচ্ছিল- জড়িত না??? জড়িত। জাস্ট ১৫ সেকেন্ডস পরেই টিগার টেনে ঠাশ ঠাশ। ভাই উদ্দেশ্য প্রণোদিত হলে এই চেক করাটা হতোনা। এটা অজান্তা অডিও। জেনে শুনে করেনি।।।

অনেক প্রশ্ন, অনেক আক্ষেপ থেকে যায়।। তারপরেও উদ্দেশ্যগত ভাবে যদি কোন হত্যা হয়ে থাকে তার সুষ্টু বিচার হোক। ভবিষ্যৎ এ যাতে এমন না হয় তাই চাই।

তবে আমি মনে করি, পরিস্থিত যেভাবে খারাপ হচ্ছিল এটায় সবচাইতে ভাল উপায় নিয়ন্ত্রণে আনার জন্যে। কিছুদিন আগেও চট্টগ্রামে ছিনতাই দলের কারণে চলাফেরা দায় হয়ে পড়েছিল। কিন্তু আজ??? চিন্তা করে দেখুন অপরাধ কতটুকু কমেছে???


মাদক নির্মূল হোক।।

Comments

Popular posts from this blog

এক নজরে কাঞ্চনাবাদ ইউনিয়ন

আর্জেন্টিনার_ইতিহাস (History Of Argentina)

প্রতারণার অষ্ট ধাতুর আংটি!! হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।