আম কাঠালে হতাশা: পেয়ারাতেই আশা

পেয়ারার জন্য বিখ্যাত যে কটি অঞ্চল রয়েছে তার মধ্যে অন্যতম এক নাম কাঞ্চননগর। চন্দনাইশের কাঞ্চননগর, হাশিমপুর এর পাহাড়ী এলাকা হতে বর্ষা মৌসুমের শুরুতেই বাজার ভর্তি দেখা যেত আম, কাঠাল, লিচুর সমাহার। কিন্তু গত কয়েকবছর ধরেই ক্রমান্বয়ে কমে আসছে আম, কাঠাল, লিচুস্হ অন্যান্য মৌসুমী ফল। বর্তমান বছরেও তার বত্যায় ঘটেনি। বাজার ঘুরে দেখা যায় নেই আগের মত আমেজ, চাষীদের মুখে হতাশার ছাপ। চাষীদের সাথে কথা বলে জানা যায়, আশানুরুপ ভাবে লাভবান হতে পারেনি কেউ। কিছু কিছু জায়গায় ফলন ভালভাবে হলেও অকালে পচে যাওয়া, পাখি ও পোকার আক্রমনে আশানুরুপ ফল পাচ্ছেননা। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ইটভাটা গড়ে উটা, গাছ কেটে ফেলা, বনাঞ্চল নিধন সহ বিভিন্ন কারণে চরম ভাবে পরিবেশ বিপর্যয় এর সম¥ুখীন হওয়ায় ফলমূল ও ফসলের উপর বিরূপ প্রভাব দেখা দিচ্ছে।
তবে আগাম বৃষ্টির ফলে পেয়ারার ফলন ভাল হওয়ার আশা করছেন চাষীরা। পর্যাপ্ত পরিমাণ গাছ না থাকলেও অনূকুল আবহাওয়ার ফলে পেয়ারার ভাল ফল আশা করছেন চাষীরা। ইটভাটা নিয়ন্ত্রণ, বনাঞ্চল নিধন রোধ, পাহাড় কাটা বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ফল উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হলে আগের মত মৌসুমী ফল উৎপাদনের আশাবাদ ব্যক্ত করছেন চাষীরা।

Comments

Popular posts from this blog

এক নজরে কাঞ্চনাবাদ ইউনিয়ন

আর্জেন্টিনার_ইতিহাস (History Of Argentina)

প্রতারণার অষ্ট ধাতুর আংটি!! হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।