নতুন গাছবাড়ীয়া এন জে মাধ্যমিক বিদ্যালয় ও একজন সভাপতির উত্তান (আনটোল্ড হিস্ট্রি)
মে ৩১, ২০১৭ সাল। বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী ২৩০০ এর ও বেশি যার মধ্যে শতকরা ৫৫ ভাগ রয়েছে ছাত্রী। নেই কোন স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। প্রায় ১৩০০ ছাত্রীর জন্য রয়েছে ছয়টি টয়লেট যার সবকটির দরজা ভাঙ্গা। জরাজীর্ণ দ্বিতল ও ত্রিতল ভবনের নিচ তলার প্রতিটি ক্লাসরুমে বর্ষার পানি ডুকে জমা হতো হাটু পানি। অতিবৃষ্টিতে উপর তলার কিছু শ্রেণীকক্ষে ছাদ বেয়ে গড়িয়ে পড়তো পানি। খোলা অবস্থায় বৈদ্যুতিক তারের লাইন । বৃষ্টি পড়লেই বাতিল হয়ে যেত এসেম্বলি। শোনা যেতনা জাতীয় সঙ্গীত নামের শিক্ষার্থীদের সেই মধুর কণ্ঠের প্রতিধ্বনি। বলে আসছিলাম ১৯১৮ সালে চন্দনাইশের প্রাণকেন্দ্র গাছবাড়িয়ায় স্থাপিত গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় এর কথা। ১৯৮২ সালে ফলাফল বিচারে কুমিল্লা বোর্ডে ৪র্থ হওয়া বিদ্যালয়টি ২০০৯ সালে চন্দনাইশে ২৬ টি বিদ্যালয়ের মধ্যে ফলাফল বিচারে ২১তম। ০৮ জুন, ২০১৭। নির্বাচনে জয়লাভের পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করলেন রিহ্যাব চট্টগ্রাম রিজন এর সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী। অভিবাবক সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ ক...